White and Blue IT Consultant LinkedIn Banner

Friday, May 22, 2020

অফিস প্রোগ্রাম

কম্পিউটারে ব্যবহৃত অ্যাপলিকেশন গুলোর মধ্যে মাইক্রোসফট হচ্ছে সারা বিশ্বব্যাপি ব্যবহৃত একটি বহুল আলোচিত এবং জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। মাইক্রোসফট করপোরেশন দ্বারা নির্মিত এই প্রোগ্রামটি ব্যবহারকারীদের কাছে কিংবদন্তী প্রোগ্রামে পরিনত হয়েছে। অফিসিয়াল কাজে, চিঠিপএ লেখা, দলিল-দস্তাবেজের কাজে এই প্রোগ্রামটি এক অপরিহার্য অঙ্গ হিসাবে পরিগনিত। 
এফ.এম কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি বিষয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে আসছে।কম্পিউটার সম্পর্কে যাদের কোন অভিজ্ঞতা নেই, তারা অনতিবিলম্বে আমাদের  'মাইক্রোসফট অফিস' প্রোগ্রামটিতে ভর্তি হয়ে কম্পিউটার বিষয়ক সাধারন জ্ঞান অর্জন করতে পারেন। 
দেখে নিন কোর্সটিতে কোন কোন বিষয়সমুহ শেখানো হবে-
  • মাইক্রোসফট ওয়ার্ডব্যবহারকারীদের টেক্সট ডকুমেন্টস তৈরি করতে সাহায্য করে
  • মাইক্রোসফট  এক্সেলজটিল ডেটা / সংখ্যাসূচক স্প্রেডশীটগুলি সহজে তৈরি করে 
  • মাইক্রোসফট পাওয়ার পয়েন্টপেশাদারী মাল্টিমিডিয়া উপস্থাপনা তৈরির জন্য আবেদন অ্যাপ্লিকেশন
  • ইন্টারনেট এবং -মেইল ব্যবস্থাপনাইত্যাদি 
অন্যান্য বিষয় সমূহ
  • কোর্সের মেয়াদ: সপ্তাহ 
  • মোট ক্লাস:২৪টি 
  • কোর্স শুরু: প্রতি মাসে 
  • মোট খরচ: ৩০০০ টাকা 
  • প্রতি ব্যাচে সর্বোচ্চ ভর্তি: ১২ জন
বৈশিষ্ট্য:   
  • শীতাতপ নিয়ন্ত্রিত প্রশিক্ষণ কক্ষ    
  • সকালে এবং বিকালে প্রশিক্ষণের সুযোগ  
  • ৪২ ইঞ্চি মনিটর এবং প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণ    
  • প্রত্যেক শিক্ষার্থীর জন্য পৃথক কম্পিউটার ব্যবস্থা, ইত্যাদি। 
ফলাফল:
কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর একজন যে কোন লোক সাধারন অফিসিয়াল কার্যক্রম সম্পাদন করতে সমর্থ হবেন। 
কিভাবে ভর্তি হবেন
কোর্সটিতে ভর্তির জন্য আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করুন
আমাদের ঠিকানা
এফ.এম কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র, ওসমান মার্কেট (২য় তলা) জনতা ব্যাংকের পূর্ব পার্শের ২য় গলি, মৌচাক বাজার কালিয়াকৈর, গাজীপুর-১৭৫১
ফোন: 01711003755, 01511003755


শেয়ার করুন

0 মন্তব্য(গুলি):

এফ.এম কম্পিউটার আইটির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ