ফ্রিল্যান্সিং প্ল্যাটফরমগুলোতে কিংবা বর্তমানে বিশ্বে প্রথম সারির হাই
সেলারীর চাকুরীগুলোর মধ্যে গ্রাফিক্স ডিজাইন অন্যতম। গ্রাফিক্স ডিজাইন
লাগেনা এমন ক্ষেত্র খুব কমেই আছে। যেমন, ধরুন একটা সফটওয়্যার বানাবে একজন
সফটওয়্যার ডেভেলপার, কিন্তু সেই সফটওয়্যারের ইউজার ইন্টারফেস (UI) বানানোর
জন্য অবশ্যই একজন গ্রাফিক্স ডিজাইনার দরকার, তেমনি কারখানায় কোন পন্য
বানানোর জন্য জন্য সেই পন্যের ডিজাইন কিংবা পন্যের বডি ক্রেতার কাছে
আকর্ষনীয়ভাবে দেখানোর জন্য সেটি বানানোর আগে একজন গ্রাফিক্স ডিজাইনার দিয়ে
পন্যের বডির ডিজাইন করতে হবে। আমাদের দেশিয় অনেক কোম্পানীই এখন গ্রাফিক্স
ডিজাইনার নিয়োগ দিচ্ছে।
খবর বিভাগঃ
এফ.এম কম্পিউটার আইটি
0 মন্তব্য(গুলি):
এফ.এম কম্পিউটার আইটির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ