White and Blue IT Consultant LinkedIn Banner

Friday, May 22, 2020

এফ.এম কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি চলছে।

বিসমিল্লাহীর রাহমানীর রাহীম ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে।এফ.এম কম্পিউটার ট্রেনিং সেন্টার- গাজীপুর মৌচাক এর এডভান্স অফিস কোস,গ্রাফিক্স ডিজাইন কোর্স, ইংলিশ স্পোকেন কোর্স, অটোক্যাড ডিজাইন কোর্স,ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং কোর্স, ওয়েব ডিজাইন এন্ড ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, কম্পিউটার হার্ডওয়্যার কোর্সএ ভর্তি চলছে। সম্মানিত অভিভাবক বৃন্দ আস-সালামু আলাইকুম, আপনি কি আপনার সন্তানকে আধুনিক শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করে দক্ষ হিসেবে গড়ে তুলতে চান? তবে আর বিলম্ব নয় আজই চলে আসুন এফ.এম কম্পিউটার ট্রেনিং সেন্টার- গাজীপুর মৌচাক। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরী শিক্ষা বোর্ডের সমন্বয়ে পরিচালিত একটি আধুনিক যুগোপযোগী আদর্শ প্রশিক্ষন কেন্দ্র। প্রচলিত প্রশিক্ষন কেন্দ্রের দুর্বলতা চিহ্নিত করে সুপরিকল্পিত ও যুগোপযোগী পাঠ্যক্রম প্রনয়ন। অতিরিক্ত জনাকীর্নতা যাতে ছাত্র-ছাত্রীর পাঠ গ্রহণে বিঘ্নতা তৈরী না করতে পারে সেজন্য আমরা রেখেছি শীতাতপ নিয়ন্ত্রিত সূ-বিশাল ক্লাশরুম। দুর্বল ও অমনোযোগী ছাত্র/ছাত্রীদের জন্য যতœ সহকারে প্রশিক্ষন দান। সন্তান আপনার দায়িত্ব আমাদের। আপনার সন্তানের সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে উঠুক এফ.এম কম্পিউটার ট্রেনিং সেন্টার- গাজীপুর মৌচাক এর মনোরম, নিরিবিলি, ও শীতাতপ নিয়ন্ত্রিত নিরাপদ ক্যাম্পাসে। "ছাত্র-ছাত্রীর সফলতাই আমাদের সফলতা"। আসন সংখ্যা সিমিত তাই আজই যোগাযোগ করে ভর্তি ফরম সংগ্রহ করুন। সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সফলতা কুড়িয়ে আনুক আপনার সন্তান। এফ.এম কম্পিউটার ট্রেনিং সেন্টার ওসমান মার্কেট (২য় তলা) জনতা ব্যাংকের পূর্বপাশের ২য় গলি, মৌচাক বাজার, কালিয়াকৈর, গাজীপুর। মোবাঃ ০১৭১১০০৩৭৫৫, ০১৫১১০০৩৭৫৫, ০১৮১৯০০৩৭৫৫।


শেয়ার করুন

0 মন্তব্য(গুলি):

এফ.এম কম্পিউটার আইটির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ